দ্য রিপোর্ট প্রতিবেদক: গ্যালারির ঠিক ওপরের দিকে কোথাও শহীদ আবু সাঈদ, কোথাওবা মীর মুগ্ধর গ্রাফিতি। তা ছাড়া স্বৈরাচার বিরোধী সেসব স্লোগান তো আছে।

 

 

জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের ছাপ রেখে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে স্বাগত জানাতে প্রস্তুত বসুন্ধরা কিংস অ্যারেনা।

এবারের মৌসুমের শুরুটাই ব্যতিক্রমী। আগে স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম মাঠে গড়ালেও এবার তা হচ্ছে ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’ দিয়ে।

মূলত আগের আসরের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের নিয়েই অনুষ্ঠিত হবে এই চ্যালেঞ্জ কাপ। যেহেতু বসুন্ধরা কিংস দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে, তাই ফেড কাপের রানার্সআপ হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবই চ্যালেঞ্জ কাপে কিংসের প্রতিপক্ষ।

মৌসুমের শুরুতেই শিরোপা জয়ের সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না দুই দল। সাম্প্রতিক সময়ে হারানো ছন্দ ফিরে পাওয়া মোহামেডান কোচ আলফাজ আহমেদও তাই বেশ রোমাঞ্চিত।

তিনি বলেন, ‘নতুন ফরম্যাটে প্রথমবার খেলতে যাচ্ছি। এই ম্যাচটি খেলার জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামব। মোহামেডান ক্লাব ঐতিহ্যবাহী ক্লাব। আমরা শিরোপা জেতার জন্য লড়ব। এটা একটু নতুন তো। আমরা আসলে এতে অভ্যস্ত না। এই বছর থেকে শুরু করলাম, আগামী বছর থেকে আরও ভালোভাবে নিতে পারব। ’

ফাইনাল নতুন কিছু নয় বসুন্ধরা কিংস কোচ ভালেরিউ তিতার কাছে। তাই আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের এএফসি টুর্নামেন্টের পর এই ম্যাচটি খেলতে নামছি আমরা। আশা করি কালকের (আজ) ম্যাচে আমরা জিতবো। বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। ’

‘প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি। তাই এই ম্যাচটি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত আগামীকাল কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা। ’

এদিকে আগামীকাল বিকাল ৫টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় পর্দা উঠবে নতুন মৌসুমের।