জাতিসংঘের মানবাধিকার পরিষদে চীন-রাশিয়া
দিরিপোর্ট ডেস্ক : মানবাধিকার পর্যবেক্ষণে জাতিসংঘের সর্বোচ্চ সংস্থা মানবাধিকার পরিষদে সদস্যপদ লাভ করেছে চীন ও রাশিয়া। অনেক দিন ধরেই দেশ দুটি তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সংস্থাটির সদস্যদের অনুমতি দেয়নি।
জেনেভা কেন্দ্রীক সংস্থাটির মঙ্গলবারের এক সাধারণ সভায় নতুন করে ১৪টি আসন বাড়ানোর ফলে চীন ও রাশিয়া এ সুযোগ পায়। বর্তমানে এ পরিষদে ৪৭টি আসন রয়েছে।
নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানায়, অভ্যন্তরীণ মানাবাধিকার লঙ্ঘনের তদন্তে দেশ দুটি এর আগে জাতিসংঘের তদন্তকারী দলকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো।
তিন বছর মেয়াদে এ পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে ব্রিটেন, ফ্রান্স, মালদ্বীপ, মেসিডোনিয়া, কিউবা, মেক্সিকো, আলজেরিয়া, মরোক্কো, নামিবিয়া ও সাউথ আফ্রিকা।
(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)