দ্য রিপোর্ট প্রতিবেদক: চলে গেলেন সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি।

প্রায় এক যুগ ধরে অন্তরালে ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আজ সোমবার পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্তছিলেন চট্টগ্রামের এই শুটার। যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইউতে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।

২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন।