ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্র অনুষ্ঠিত
দ্য রিপোর্ট ডেস্ক: আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ-২০২৫। আর বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর, ২০২৪) রাতে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি ‘জি’ গ্রুপে পেয়েছে জুভেন্টাস, ওয়েইদাদ কাসাব্লাঙ্কা ও আল আইনকে। লিওনেল মেসির ইন্টার মায়ামি পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ আল আহলি, পোর্তো ও পালমেইরাস।
ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ রয়েছে ‘এইচ’ গ্রুপে। সেখানে তারা পেয়েছে আল হিলাল, পাচুকা ও সালজবার্গকে। জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখ আছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স ও বেনফিকা। জার্মানির আরেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ‘এফ’ গ্রুপে পেয়েছে ফ্লুমিনেন্স, উলসান ও মামেলোডি সানডনসকে।