দ্য রিপোর্ট ডেস্ক: লম্বা সময় ধরে বর্ষসেরা একাদশে নিজের অবস্থান ধরে রেখেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু এবার আর জায়গা হয়নি তার।

এবারের বর্ষসেরা একাদশে আধিপত্য রয়েছে রিয়াল মাদ্রিদের।

গতকাল পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। যেখানে ১১ জনের মধ্যে ৬ জনই রিয়ালের। এছাড়া ম্যানচেস্টার সিটি থেকে জায়গা করে নিয়েছেন ৪ জন। বাকি ১ জন রয়েছেন লিভারপুল থেকে।

এদিকে ২০০৭ সালের পর এবার প্রথমবারের মতো বর্ষসেরা একাদশে জায়গা হয়নি মেসির। ইন্টার মায়ামির হয়ে খেলা এই তারকা ২০০৭ থেকে টানা ১৭ বার জায়গা পেয়েছিলেন এই একাদশে। বিশ্বের যে কোনো ফুটবলার হিসেবে তিনিই এই তালিকায় সর্বোচ্চ।

একনজরে ফিফপ্রো বর্ষসেরা একাদশ

গোলরক্ষক:এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার:দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)
মিডফিল্ডার:জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড:আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)