ভানুয়াতুর রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে। খবর আল জাজিরার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলার কাছে একটি ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে এবং ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।