চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৫৩টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার সকাল ৮টায় তাকে আটক করে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, বাংলাদেশ বিমানের (বিজি-৪৫) একটি ফ্লাইটে দুবাই থেকে আসা শাহিদুর রহমান নামের ওই যুবকের কাছ থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে।

কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা পরিদর্শক শাহাদাৎ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক স্বর্ণের দাম প্রায় ২২ কোটি টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএইচ/শাহ/এপ্রিল ০৭, ২০১৪)