দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় তথ্য ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্যের সমন্বয় ও নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।

রাজধানীর আগারগাঁও-এ পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার। অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেন, জাতীয় জনসংখ্যা রেজিস্ট্রার তৈরি হচ্ছে। ডাটা-বেইজের ক্ষেত্রে লেটেস্ট সিস্টেম ব্যবহার করতে হবে। এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ইয়াফেস ওসমান বলেন, মানুষ এখন জেনে গেছে তাড়াতাড়ি অগ্রগতি অর্জন করতে হলে আইটির মাধ্যমেই করতে হবে। এ জন্য দক্ষ মানব সম্পদ তৈরিতে আইটি প্রশিক্ষণের জন্য কারিকুলাম তৈরি করা দরকার। এই কারিকুলাম সরকারি বেসরকারি সবাই ব্যবহার করবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা দরকার।

দেশের বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার বলেন, সমন্বিতভাবে একটি সংস্থা থেকে ডাটা সংগ্রহ ও প্রক্রিয়া করা উচিৎ। বাকি ডাটা যেসব সংস্থা থেকে পাওয়া যাবে তা সংযুক্ত করা হবে। এক্ষেত্রে এই তথ্য ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান বলেন, জাতীয় তথ্য ব্যবস্থাপনা নীতিমালা থাকা দরকার। তাহলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

(দিরিপোর্ট/ জেজে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)