দ্য রিপোর্ট প্রতিবেদক:  কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীরে মাঝে কম্বল বিতরণ করেছে শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। 

 

শুক্রবার (৩ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের মেয়র শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহ কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ, চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আযম, এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট জালাল আহমেদ, ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান বাবু।

প্রসঙ্গত, চলতি শীত মৌসুমে দেড় লক্ষ কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এ কার্যক্রমের আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণভাণ্ডারে কম্বল প্রদান ছাড়াও দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা ও এজেন্টআউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে কম্বল বিতরণ করা হয়েছে।