চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন দেখতে পাকিস্তান গেল আইসিসি
দ্য রিপোর্ট ডেস্ক: রোববার আইসিসির একটি প্রতিনিধিদল পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম পরিদর্শন করেছে। উদ্দেশ্য ছিল আইসিসি মেন্স চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর প্রস্তুতি পর্যালোচনা করা। এই টুর্নামেন্ট আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে ছিলেন আইসিসির কর্মকর্তারা, সম্প্রচারক এবং লজিস্টিক বিশেষজ্ঞরা, যারা স্টেডিয়ামের বিভিন্ন অংশ বিশদভাবে পরিদর্শন করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক উসমান ওয়াহলা প্রতিনিধিদের স্টেডিয়ামের উন্নত এনক্লোজার, মিডিয়া বক্স, ড্রেসিং রুম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাগুলো দেখান।
গাদ্দাফি স্টেডিয়ামে সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলেছে এবং জানুয়ারি মাসের শেষ নাগাদ কাজ সম্পন্ন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এই ঐতিহাসিক ভেন্যুটি চ্যাম্পিয়ন্স ট্রফির অন্তত চারটি ম্যাচ আয়োজন করবে, যার মধ্যে ৫ মার্চ দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচও রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অংশ নেবে আটটি দল, যারা দুটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বি-তে খেলবে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।
১৫ ম্যাচের এই টুর্নামেন্টটি পাকিস্তানের তিনটি ভেন্যু—করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের আয়োজন হবে দুবাইতে। উদ্বোধনী ম্যাচটি ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হবে, আর বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি দুবাইতে হবে।