আয়কর ফাঁকি মামলায় মহিউদ্দীনকে অব্যাহতি
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীকে আয়কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বিভাগীয় স্পেশাল জজ এসএম আতাউর রহমান সোমবার এ রায় ঘোষণা করেন।
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মহিউদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ মামলা থেকে তাকে অব্যাহতি দেন।
মহিউদ্দীন চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট রনি কুমার দে জানান, ২০০৮ সালে মামলার কার্যক্রমের ওপর হাইকোর্ট অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন। ২০০৯ সালে মামলাটি হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ২০ মার্চ হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এরপর বিভাগীয় স্পেশাল জজ আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। আদালত আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। সোমবার মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/আরকে/এপ্রিল ০৭, ২০১৪)