দ্য রিপোর্ট প্রতিবেদক:  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। 

 

শনিবার আদালতে তাকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে দুদকের মামলায় কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থার মহাপরিচালক (বিশেষ তদন্ত) মীর মো. জয়নুল আবেদীন শিবলী।

শনিবার দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধভাবে প্রায় দুই কোটি টাকা অর্জনের অভিযোগে করা মামলায় মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। মাসুদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। রিমান্ডে এনে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন, দুদকের একটি মেসেজ হলো- কমিশন যাদের বিরুদ্ধে মামলা করেছে তারা কেউ ছাড় পাবে না। তাদের হয় কারাগারে থাকতে হবে, নয়তো জামিনে থাকবেন।

২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার এজাহার থেকে জানা যায়, তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শনিবার রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়ার বাসা থেকে মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী কামরুন নাহারেরও সম্পদ বিবরণী তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, দুপুরে মাসুদ বিশ্বাসকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়। প্রায় দেড় ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। অভিযোগ তদন্তে সংস্থার উপপরিচালক (ডিডি) গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।