চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সোমবার সকাল ১১টার দিকে পশ্চিম পটিয়া শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চার দিন আগে কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হন মো. সানি (৮) নামে ওই শিশু। নিহত সানি রাউজান উপজেলার কদলপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে।

পশ্চিম পটিয়ার চরপাথরঘাটা ব্রিজ ঘাট সাম্পানচালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ জানান, সকালে নিখোঁজ শিশুর মৃতদেহ পশ্চিম পটিয়া শিকলবাহা এলাকায় ভাসতে দেখলে তাদের উদ্ধারকারী টিম শিকলবাহা এলাকা থেকে উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/আরকে/এপ্রিল ০৭, ২০১৪)