সাড়ে ১৫ বছর পর কারামুক্ত বিডিআরের ১৬৮ সদস্য
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাড়ে ১৫ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআরের ১৬৮ সদস্য।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন,কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেওয়া হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি প্রিজন মো. জাহাঙ্গীর কবির জানান, ১৬৮ জনের তালিকা তারা হাতে পেয়েছেন। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে।