দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

 

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.১৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৭২ পয়েন্ট কমে ১ হাজার ৯১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত আছে ৮৯টির।

এদিন ডিএসইতে মোট ৩৫৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৭৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬৯.৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট কমে ৯৩৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০.০৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

দিনশেষে সিএসইতে ৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।