সান্তোসে ‘রাজপুত্র’ বেশে প্রত্যাবর্তন নেইমারের, পরবেন ‘রাজা’র জার্সি
দ্য রিপোর্ট ডেস্ক: বৃষ্টিও দমাতে পারেনি ভক্তদের। দলে দলে স্টেডিয়ামে জায়গা করে নিলেন হাজার হাজার সমর্থকরা।
হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সবাই অপেক্ষা করেছেন নেইমার জুনিয়রের জন্য। আতশবাজিতে ঝলমরে স্টেডিয়ামে তিনি আসলেন। সবাইকে হাসালেন-কাঁদালেন। স্বপ্ন দেখালেন সামনের দিন গুলোর। সবাই এভাবেই বরণ করে নিয়েছেন সান্তোসের ‘প্রিন্স’কে।
সান্তোসে নেইমারের যাত্রা শুরু হয়েছে ১৮ নম্বর জার্সি দিয়ে। পরে ১১ নম্বর জার্সিও পরেছিলেন তিনি। এবার প্রত্যাবর্তন করলেন আইকনিক ১০ নম্বর জার্সি দিয়ে। যে জার্সি পরে বিশ্ব ফুটবলের রাজা বনে গিয়েছেন পেলে। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। এই পথ ধরেই এগোতে চান নেইমার। স্টেডিয়ামে থাকা সমর্থকদের মনেও করিয়ে দিলেন বিষয়টি।
গত বৃহস্পতিবার সৌদি আরব থেকে সাও পাওলোতে পাড়ি জমান নেইমার। কিছুক্ষণ পর উড়াল দেন সান্তোসে। সেখানেই সই করেন চুক্তি। পরে ক্লাব কর্মকর্তা ও সতীর্থদের সঙ্গে করেন সাক্ষাত। চুক্তির পর সান্তোসের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ‘দ্য প্রিন্স ইজ ব্যাক’ শিরোনামে পোস্ট করে তুলে ধরা হয়ে নেইমারের এই ক্লাবের হয়ে যাত্রা শুরুর অধ্যায়।
শৈশবের এই ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেইমার। বলেন, ‘ফিরতে পেরে আমি অনেক খুশি। এখানে একসঙ্গে ভালো সময় আমরা কাটিয়েছি। আরও অনেক কিছু দেখানোর ও করার বাকি আছে। ’
প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কিছু করার। পেলের লিগ্যাসি ধরে রাখারও কথা জানান তিনি। এখন সময়ই বলে দেবে ঠিক কতটুকু প্রতিশ্রুতি রাখতে পারেন তিনি।