দ্য রিপোর্ট ডেস্ক: চোট কাটিয়ে দলে ফিরলেও মাঠে নামা হচ্ছে না প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজির। কুঁচকির ইনজুরির কারণে ছিটকে গেছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকেও।

আর মাত্র সপ্তাহ দুয়েক পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। এর আগে টুর্নামেন্টটির প্রস্তুতি হিসেবে পাকিস্তানের মাটিতে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তানের সঙ্গে এই লড়াইয়ে শামিল হবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও। এই সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতেই দলের সঙ্গে অনুশীলনের সময় ১০ ওভার বোলিং করেন কোয়েটজি। এরপরই কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন তিনি।

চিকিৎসকদের মতে ৫০ ওভারের ম্যাচের বোলিংয়ের চাপ তার চোটের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। ফলে ত্রিদেশীয় সিরিজে খেলা হচ্ছে না তার। এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও তাকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। রাউন্ড রবিন পদ্ধতির এই সিরিজে তিন দল একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে। চার ম্যাচের এই সিরিজের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি করাচিতে।