চলতি বছরের শেষে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
![](https://bangla.thereport24.com/article_images/2025/02/07/111111-2502070428.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাপানের সংবাদমাধ্যম ‘এনএইচকে ওয়ার্ল্ড’কে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণমাধ্যমটি এ সাক্ষাৎকার প্রকাশ করে। এর আগে, বুধবার সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা যখন ক্ষমতায় এসেছি তখনকার পরিস্থিতি বিবেচনা করলে অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছে। কেননা তখন সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা সবকিছু বিধ্বস্ত ছিল।’’
তিনি বলেন, ‘‘একটি গণতান্ত্রিক জাতিতে পরিণত হওয়ার জন্য নির্বাচন অপরিহার্য পদক্ষেপ। চলতি বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’’
ড. ইউনূস বলেন, ‘‘নির্বাচন অনুষ্ঠিত হলে যারা নির্বাচিত হবে তারা কাজ করার জন্য খুব নিরাপদ ও শক্তিশালী ভিত্তি পাবে।’’ দেশের তরুণরা ভবিষ্যতে প্রভাবশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বছরে অস্থিতিশীল পরিস্থিতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
সাক্ষাৎকারে তরুণ প্রজন্মকে নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘‘তরুণরা যা করতে চায় তা হলো তাদের সৃজনশীল শক্তি প্রদর্শন করে এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেয়। ফলে আমাদের মাথায় এই লক্ষ্যটি আছে, দেখা যাক আমরা কীভাবে আগাই।’’
এ সময় তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে।’’