হামাসকে ইসরাইলের বার্তা: ৩ জিম্মি মুক্তি দিলে যুদ্ধবিরতি বহাল থাকবে
![](https://bangla.thereport24.com/article_images/2025/02/13/ezgif-7d08fe2e60ca62-67adae27b67b0.jpg)
দ্য রিপোর্ট ডেস্ক: মিসর ও কাতারের মধ্যস্থতায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি নতুন করে বার্তা পাঠিয়েছে ইসরাইল। তেল আবিব জানিয়েছে, আগামী শনিবার হামাস যদি ৩ জন জিম্মিকে মুক্তি দেয়, তবে যুদ্ধবিরতি বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
এতে বলা হয়েছে, যদি হামাস শনিবার ৩ জন বন্দিকে মুক্তি দেয়, তবে বন্দি মুক্তির চুক্তি ও সংঘর্ষবিরতি অব্যাহত থাকবে। এটি বুধবার ইসরাইলের ওয়াল্লা নিউজ সাইটে প্রকাশিত হয়।
এর একদিন আগে ইসরাইল একাধিক বিবৃতি দিয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসকে আমাদের সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তবে যুদ্ধবিরতি চালু রাখতে হবে।
মঙ্গলবার নেতানিয়াহু ঘোষণা করেছেন, যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের বন্দিদের মুক্তি না দেয়, তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে, এবং তিনি জানান নিরাপত্তা মন্ত্রিসভা আমাদের জিম্মি মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সমর্থন করে।
এদিকে, কাতারের আল-আরাবী আল-জাদিদ প্রতিবেদনে জানানো হয়, মিশরীয় গোয়েন্দা প্রধান হাসান রশাদ এবং হামাস প্রতিনিধিদের মধ্যে কায়রোয় এক বৈঠক হয়েছে, যেখানে সূত্র জানিয়েছে ফলাফলের পথে রয়েছে। কাতার, মিশর ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টায় চুক্তির কিছু অমীমাংসিত বিষয় সমাধান হয়েছে।
তবে, ইসরাইল গাজায় তেল ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য অনুমোদন দিলেও, তাবু এবং অন্যান্য দ্রব্য নিয়ে আরও কিছু অনুমোদন বাকি রয়েছে।
এখন পর্যন্ত, যদি ইসরাইল বৃহস্পতিবার কারাভানগুলো অনুমোদন দেয়, তবে হামাস শুক্রবার তিন বন্দির নাম প্রকাশ করতে পারে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে।