‘ষোড়শ’ সদস্য হিসেবে বাংলাদেশকে সমর্থন দেবেন লিটন
![](https://bangla.thereport24.com/article_images/2025/02/14/1739512556-ezgif.com-webp-to-jpg-converter.jpg)
দ্য রিপোর্ট ডেস্ক: ব্যাট হাতে টানা ব্যর্থতার কারনে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েন লিটন দাস। দলের সঙ্গে যাওয়ার সুযোগ না হলেও ঠিকই থাকছেন ষোড়শ সদস্য হিসেবে।
বাংলাদেশের সবচেয়ে বড় সমর্থক হিসেবে থাকবেন আসরজুড়ে, এমনটাই জানিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। এর আগেই তাদের শুভকামনা জানালেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘দুর্দান্ত এই দলটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!’
ষোড়শ সদস্য হিসেবে থাকবেন দলের সঙ্গে। প্রত্যেক রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটানোর কথা জানিয়ে লিটন লিখেন, ‘আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই। ’
সবশেষ ১৩ ওয়ানডে ইনিংসে ফিফটি নেই লিটনের। এছাড়া গত সাত ইনিংসে তিনি ছুঁতে পারেননি দুই অঙ্ক। সবশেষ সিরিজে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচে তার মোট রান ছিল ছয়। বিপিএলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই ব্যাটার। তবে শেষদিকে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর খেলেন ৭৩ ও ৭০ রানের ইনিংস।