দ্য রিপোর্ট ডেস্ক: ইসরায়েলি চার জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গাজার খান ইউনিসে ওই চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে।

তাদের মধ্যে বিবাস পরিবারের তিনসদস্যও রয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি অব্যাহত আছে। এরইমধ্যে হামাস গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী তুলে নেওয়ার বিনিময়ে সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাশেম দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে তার সংগঠনের লক্ষ্য তুলে ধরেন। এর মধ্যে প্রস্তাবিত বন্দি বিনিময়ের বিষয়টিও রয়েছে।

গাজার কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল এক লাখ ৩৫ হাজার ভ্রাম্যমাণ বাড়ি উপত্যকাটিতে প্রবেশে বাধা দিচ্ছে। এর সঙ্গে বুলডোজারসহ অন্যান্য মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৮ হাজার ২৯৭ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন এক লাখ ১১ হাজার ৭৩৩ জন।

তবে সেখানকার তথ্য দপ্তর এক হালনাগাদে জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০৯। কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছেন বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার সময়ে আড়াইশ জনের বেশি লোককে জিম্মি করে গাজায় নিয়ে যায় গোষ্ঠীটি। এরপরই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল।