দ্য রিপোর্ট প্রতিবেদক:  “গত ১৫ বছর ছিল কালো যুগ। আলেম ওলামাদের দাড়ি-টুপি দেখে জঙ্গি বানিয়ে কারাগারে পাঠিয়েছে। তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে। কোরআন-হাদিস দেখলেই জঙ্গি বানিয়ে দিয়েছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে বরগুনা টাউনহল মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, “সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ৫/৬টি দপ্তর সংস্কার করে নির্বাচন দিতে যতটুকু সময় লাগে ততটুকু অপেক্ষা করবে জামায়াত ইসলাম।”

তিনি বলেন, “একদল নির্বাচন চায়, তারা ভোট কেটে ক্ষমতায় যেতে চায়। তারা চাঁদাবাজি করে সব কিছু দখল করেছে, দেশে শান্তি ফেরেনি। চাঁদাবাজ- মাস্তানদের থেকে দেশকে রক্ষা করতে হবে। বিপ্লবের পর চারটি প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে, বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গিয়ে এই সরকারকে সরিয়ে দিতে বিদেশে বসে ষড়যন্ত্র করছে। হাসিনা আবার দেশে আসতে চায়। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। তাদের রাজনীতি করার অধিকার নাই।” সম্মেলন শেষে আগামী সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে জামায়াত ইসলামের জেলা আমির অধ্যাপক মহিব্বল্লাহ হারুন ও বরগুনা-২ আসনে ডাক্তার সুলতান আহমেদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযাম হোসাইন হেলাল, জামায়েত ইসলাম বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।