দ্য রিপোর্ট প্রতিবেদক: শীর্ষ পদে আসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা এবং এক পর্যায়ে হাতাহাতি- এমন পরিস্থিতির মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা একদল শিক্ষার্থীর নতুন এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র আবু বাকের মজুমদার।

আর সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হয়েছেন সমাজকল্যাণ বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল কাদের।

তারা দুজনই বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং নাহিদ ইসলাম-আখতার হোসেনের নেতৃত্বে ‘গণতান্ত্রিক ছাত্র শক্তির’ সাবেক নেতা।

বুধবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দলটি আত্মপ্রকাশ করার কথা থাকলেও বিকাল ৪টা থেকে এক ঘণ্টা ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।

এক পর্যায়ে বিকাল সোয়া ৫টায় সংগঠনের নাম ঘোষণা করেন আহ্বায়ক আবু বাকের মজুমদার।

‘শিক্ষা-ঐক্য-মুক্তি; স্লোগান নিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির শীর্ষ চার নেতৃত্বসহ ছয়জন করে নাম ঘোষণা করেন তিনি।

কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক পদে আবু বাকের মজুমদারের সঙ্গে আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের প্রধান ছিলেন।

আর মুখ্য সংগঠক তাহমিস আল মুদ্দাসসির চৌধুরী ঢাকা বিশ্বদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আর মুখপাত্র আশরেফা খাতুনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আহ্বায়ক আব্দুল কাদের ছাড়াও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

এই কমিটির সদস্য সচিব মাহির আলম গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।

ফলে রিফাত রশিদের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ঢাকা কলজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নাহিদ হক বলেন, “আমি রিফাত রশিদ ভাইয়ের জন্য আসছি।

“যখন ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে তখন কোটি টাকার প্রলোভনের মুখেও তিনি আন্দোলন অব্যাহত রেখেছেন। এখন রিফাত রশিদকে মাইনাস করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদল শিক্ষার্থী গত ১৭ ফেব্রুয়ারি স্বতন্ত্র নতুন দল গড়ার ঘোষণা দেন।

ওই দিন এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই ঘোষণা দিয়েছিলেন আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।

তারা বলেছিলেন, নতুন সংগঠন শুধু শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, তাদের কার্যক্রম শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে না যাওয়া ঘোষণাও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলেন।

সংবাদ সম্মেলনে নতুন দলের মৌলিক প্রস্তাবনা উপস্থাপন করেন আবু বাকের মজুমদার।

তিনি বলেন, “আদর্শিক বাইনারি সাংস্কৃতিক দ্বন্দ্বের বাহিরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি তৈরি এবং পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না, এমন দল করব।”

মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি, সেটি মাথায় রেখে নারীর রাজনৈতিক মানস বিনির্মাণ, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারীবান্ধব করে তোলার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করার প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষার্থীদের এ নতুন দল।

লেজুড়বৃত্তির রাজনীতির বাইরে গিয়ে ছাত্র রাজনীতিতে নতুন ধারা আনার প্রত্যয় জানানো হয় ওই সংবাদ সম্মেলনে।

মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আর মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে সদস্যদের নামও চূড়ান্ত করা হয়েছে, যা দ্রুতই প্রকাশ করা হবে।

শীর্ষ পদে আসা নিয়ে দু'গ্রুপের হাতাহাতি-সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের আগেই শীর্ষ পদবঞ্চিতদের বিক্ষোভের ঘটনা ঘটে। সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে নতুন ছাত্র সংগঠনের একদল নেতাকর্মী ‘শিক্ষা-ঐক্য-মুক্তি’ এবং ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে স্লোগান দেন।

৪ টা ৫৫ মিনিটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একটি দল স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় স্লোগান দেন ‘ঢাবির কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

ডাকসু ভবনের সামনে ও মধুর ক্যান্টিনের ভেতরেও নতুন ছাত্র-সংগঠনের নেতৃত্বে আসা বাকের-জাহিদ ও সংগঠনের নামে স্লোগান দিতে দেখা গেছে।

নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা বলেছেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত।