দ্য রিপোর্ট প্রতিবেদক: আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

সোমবার (৩ মার্চ) ইমরানকে গ্রেপ্তার করে সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।

তিনি বলেন, আজ ঢাকা থেকে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমরানের সাদিক অ্যাগ্রোতে গরু-ছাগলসহ পশু বিক্রি হয়। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে তার এই খামার ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে।

তবে এই প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক দামের চেয়ে পশুর দাম অনেক বেশি রাখে বলে অভিযোগ দীর্ঘদিনের।

এছাড়াসরকারি নিষেধাজ্ঞা না মেনে খামারে ব্রাহামা জাতের গরুর প্রজননেরও খবর মেলে।