মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় থাকবে পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন শুরু করেছে এমআরটি পুলিশ। প্রতিটি ট্রেনে দুই জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, মেট্রোরেলের কোচের ভেতরে এমআরটি পুলিশ সদস্যদের টহলের সুযোগ দেওয়া হয়েছে। তারা প্রতিটি ট্রেনে অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করবেন। একটি ছয় কোচের ট্রেনে দুই জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং ১০টি চলমান ট্রেনে ২০ জন পুলিশ সদস্য কাজ করবেন। তারা সকাল ও দুপুরের শিফটে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে, স্টেশনগুলোতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
এমআরটি পুলিশ সদস্যরা যাত্রীদের সঙ্গে থাকা শিশু-বৃদ্ধ মানুষ ও মালামাল হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন। এছাড়া, নাগরিকদের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সমস্যার সমাধানে কাজ করবেন তারা।
মেট্রোরেল এবং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের নভেম্বর কাজ শুরু করে এমআরটি পুলিশ।