দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটের জন্য ওয়ানডে ক্রিকেটের ইতি টেনেছিলেন বেন স্টোকস। সেই তিনি অবশ্য পরবর্তীতে অবসর ভেঙে ফিরেছেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। এরপর লম্বা সময় সাদা পোশাকে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় জস বাটলার নেতৃত্ব ছাড়ায় এখন সেই স্টোকসকেই ভাবা হচ্ছে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচেই জিততে না পারা ইংল্যান্ড দলকে টেনে তোলার দায়িত্ব নিবেন কে? এ নিয়ে যখন প্রশ্ন; তখন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি জানালেন বাটলারের বিকল্প হিসেবে টেস্ট অধিনায়ক স্টোকসের কথাও বিবেচনায় রেখেছেন তারা।

বৃহস্পতিবার লর্ডসে সাংবাদিকদের রব কি বলেছেন, ‘সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্প নিয়ে বিস্তর ভাবতে হবে, কী করলে ভালো হবে? এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে? আর বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি।’

২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি স্টোকস। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফিফটি করে দলের শিরোপা জয়ে অবদান রাখার পর এই সংস্করণেও দেশের হয়ে আর দেখা যায়নি তাকে। সেই তাকেই এখন নতুন কলে নেতৃত্বে ফেরানোর কথা ভাবতে হচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে।

অবশ্য স্টোকস আবার তিন ফরম্যাটের দায়িত্ব নেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছেই। যে কারণে স্টোকস ছাড়াও আর বেশ কয়েকজনকে ভেবে রেখেছে বোর্ড। যেখানে হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনরাও আছেন।