‘বিদ্যুৎ উৎপাদনে সরকারি দাবি শুভংকরের ফাঁকি’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি দাবিকে শুভংকরের ফাঁকি এবং অসত্য বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘কুইক রেন্টালের নামে দুর্নীতিবাজদের রক্ষার জন্য সরকার এ প্রচারণা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল ৪ হাজার ৯শ ৪২ মেগাওয়াট। এর পর কুইক রেন্টারসহ প্রায় ৫৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এগুলোর মোট উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৭শ ৭১ মেগাওয়াট।’
‘এছাড়া ভারত থেকে ৫শ মেগাওয়াট আমদানি করার কথা থাকলেও সর্বোচ্চ ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সব মিলে বর্তমানে দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাই নেই’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হলো : সবার কাছে গ্রহণযোগ্য সুপ্রীম কোর্টের এক বিচারপতির নেতৃত্বে রেন্টার ও কুইক রেন্টাল খাতের দুর্নীতি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক, এ সব কুইক রেন্টার বিদ্যুৎ কেন্দ্রের মালিক বা শেয়ার হোল্ডার কারা তাদের নাম জনসম্মুখে প্রকাশ এবং সরকারের যে ঘনিষ্টজনদের বেনামে এ প্রকল্প দেওয়া হয়েছে তাদের নামও প্রকাশ করা হোক।
এছাড়া কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে অযৌক্তিক উচ্চমূলের বিদ্যুৎ ক্রয়ে যেসব চুক্তি হয়েছে তা বাতিল করা হোক।
(দিরিপোর্ট২৪/এআইপি/এনডিএস/নভেম্বর ১৩,২০১৩)