পাচার অর্থ ফেরানো সম্ভব, অনেকেই প্রস্তাব দিয়েছে: আনিসুজ্জামান

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। এই অর্থ ফিরিয়ে আনতে অনেকেই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এসব কথা জানান। নিজের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব কি না, সাংবাদিকরা এমনটি জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। আমাদের সবচেয়ে বড় সম্পদ হলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, যেসব দেশে টাকা গিয়েছে, সেসব দেশ উপকারভোগী। যেহেতু উপকারভোগী, সেহেতু সহজে তারা ছাড়বে না। কিন্তু প্রধান উপদেষ্টাকে তারাই অফার করছে এ বিষয়ে সহযোগিতা করার জন্য। আমরা অতি দ্রুত কাজ করছি। আশা করছি আমরা সফল হব।
কারা অফার করেছে, জানতে চাইলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, বলা সম্ভব নয়। বললে কাজে সমস্যা হবে। কিছু তো গোপনীয়তা মানতে হবে। যারা টাকা নিয়ে গেছে তারা তো বসে নেই। এজন্যই একটা গোপনীয়তা রক্ষা করতে হবে। যতটা বলা সম্ভব, ততটাই বলছি। এর বেশি বললে আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, এখানে আইনের ইস্যু আছে, প্রপার আইন করতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিল রেখে। আপনি ধরলেই তো টাকা ফেরত আনতে পারবেন না। এখানে কতগুলো মাধ্যম আছে। এসব বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি। বিশ্বব্যাংকসহ অনেকেই কাজ করছে।