দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সুদঝা পুনরুদ্ধার করেছে। শহরটি আগে ইউক্রেনীয় বাহিনীর দখলে ছিল।

তবে বিবিসি স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি।

রাশিয়া এর আগে বলেছিল, তারা কুরস্ক অঞ্চল দখলের শেষপর্যায়ে রয়েছে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু ছবি প্রকাশ করে। তাতে দেখা যায়, রুশ সেনাবাহিনী কুরস্কের গ্রামীণ এলাকা মালায়া লোকনিয়ায় অবস্থান করছে। এই গ্রামীণ এলাকা সুঝদার উত্তর দিকে অবস্থিত।

এদিকে রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন। বৃহস্পতিবার সকালে তিনি জানান, হামলায় শতাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে খেরসনের দক্ষিণাঞ্চলে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন। ৮৫ বছর বয়সী আরেক ব্যক্তি হামলায় আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র প্রোকুদিন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা ডিএসএনএস বলছে, খেরসন অঞ্চলের আবাসিক এলাকায় রাতভর ভয়াবহ হামলা চালানো হয়েছে। আগুন নেভানোর প্রচেষ্টা উপর্যুপরি হামলার কারণে ব্যাহত হয়েছে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলে দিয়েছেন, বল এখন রাশিয়ার কোর্টে।

এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মার্কিন কর্মকর্তারা মস্কোয় পৌঁছেছেন। বিবিসির সহযোগী সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্টের দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ায় পৌঁছেছেন।