ভূমিকম্পে কাঁপল ভারতের কার্গিল ও অরুণাচল

দ্য রিপোর্ট ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের লাদাখের কার্গিল এবং অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। কার্গিলে হওয়া রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং অরুণাচলে ৪ দশমিক শূন্য।
শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোররাত ২টা ৫০ মিনিটে কার্গিলে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।
অপরদিকে, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং অঞ্চলে সকাল ৬টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
দেশটির দুই প্রদেশে হওয়া মাঝারি মাপের ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস