ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে।
তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৩৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৩টি কোম্পানির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির।
এদিন ডিএসইতে মোট ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৫৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৮৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৯.৫৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯১৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৮১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।
দিন শেষে সিএসইতে ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।