আফগানিস্তানে রেকর্ড আফিম উৎপাদন
দিরিপোর্ট২৪ ডেস্ক : আফগানিস্তানে আফিম চাষ রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটিতে বর্তমানে দুই লাখ হেক্টরেরও বেশি স্থানে আফিম চাষ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি জানায়, গত বছরের তুলনায় এ বছর আফিম উৎপাদন ৩৬ শতাংশ বেড়েছে। এভাবে উৎপাদন বাড়তে থাকলে বিশ্বের চাহিদা মিটিয়েও আরো উদ্বৃত্ত থাকবে।
দেশটির হেলমান্দ প্রদেশে আফিম উৎপাদনের হার সবচেয়ে বেশি। বর্তমানে ব্রিটিশ সৈন্যরা এ অঞ্চলে রয়েছে। তবে আগামী বছর তাদের এখান থেকে সরিয়ে নেওয়া হবে।
কাবুলে নিযুক্ত ইউএনওডিসি’র আঞ্চলিক প্রধান জ্যান-লুক লেমাহিউ বলেন, ‘আগামী বছর বিদেশি সৈন্য সরিয়ে নেওয়া ও সাধারণ নির্বাচনের ফলে এখানে আফিম চাষ আরো বেড়ে যেতে পারে।’
তিনি বলেন, ‘আফগানিস্তানে এখন বৈধ ব্যবসার চেয়ে অবৈধ ব্যবসার গুরুত্ব বেশি। এছাড়া এদেশে বৈদেশিক সাহায্য আসায় এখানকার বাজারে নগদ টাকার পরিমাণ বেশি।’
তিনি আরো বলেন, ‘প্রচুর পরিমাণ আফিম উৎপাদন এখানকার সমাজে খারাপ প্রভাব ফেলেছে। আফগানিস্তানে ১০ লাখেরও বেশি মানুষ আফিম ও হেরোইনে আসক্ত।’
চলতি বছর দুই লাখ নয় হাজার হেক্টর জমিতে আফিম চাষ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পৃথিবীর মোট আফিমের ৯০ শতাংশেরও বেশি আফগানিস্তানে উৎপাদিত হয়।
এর আগে দেশটিতে তালেবান শাসনের সময় আফিম চাষের পরিমাণ শূন্যের কোঠায় নেমে এসেছিল। কিন্তু ২০০৭ সালে মার্কিন বাহিনী দেশটির দখল নেওয়ার পর থেকে আফিম চাষ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)