বিমসটেকের জন্য প্রধান উপদেষ্টার ৪ এজেন্ডা

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সংস্থাটির জন্য চারটি এজেন্ডা প্রস্তাব করেছেন।
যুবসমাজের শক্তিকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশি তরুণরা সামনে থেকে কর্মপ্রচেষ্টা দেখাচ্ছে, এমনকি শাসনব্যবস্থায় দীর্ঘস্থায়ী কিছু ধারণা সংস্কার করার জন্যও প্রস্তাব করেছে।
তিনি কৃষিকাজ, শিক্ষা ও স্বাস্থ্য; বিশেষ করে এই অঞ্চলের বিশাল ক্ষুদ্র জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা, এ-সম্পর্কিত ‘৪ আইআর’ সরঞ্জাম এবং অ্যাপ্লিকেশনগুলোকে আরো অন্তর্ভুক্তিমূলক করার প্রস্তাব করেছেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেকভুক্ত দেশ এবং সম্প্রদায়ের জন্য জ্ঞানের ক্ষেত্রে জোরালোভাবে জড়িত হওয়ার জন্য তাদের সম্পদ তৈরি, উদ্ভাবন এবং ভাগ করে নেওয়ার জন্য সমস্ত উপায় উন্মুক্ত করার সুপারিশ করেছেন।
তিনি এমন একটি ইকো-সিস্টেম প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন, যেখানে সরকার ছাড়াও অন্য সংস্থাগুলো জনস্বাস্থ্য বা প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি অবস্থা এবং চ্যালেঞ্জ মোকাবিলায় বিমসটেকের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে।
অধ্যাপক ইউনূস বলেছেন, “সময় আমাদের পক্ষে নেই। আমাদের কেবল পরিবর্তন আনতে হবে না, রূপান্তর করতে হবে। এজন্যই বাংলাদেশ তিনটি শূন্যের বিশ্বকে এগিয়ে নিতে চায়—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন।”