দিরিপোর্ট প্রতিবেদক :আওয়ামীলীগেরমনোনয়নফরমবিক্রিরচতুর্থদিন বুধবারে ২ শ ৯৩টি ফরমবিক্রিহয়েছে। ফরম বিক্রি থেকে আয় হয়েছে৭৩লাখ২৫হাজারটাকা। আর জমাপড়েছে৪শ ৮৫টি ফরম।

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে শুক্রবার মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস।

ফরম বিক্রি কার্যক্রম শেষে বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মৃণাল কান্তি দাস বলেন, ‘ঢাকা বিভাগে ৯৭টি, রংপুর বিভাগে ৩০টি, রাজশাহী বিভাগে ৩৫টি, সিলেট বিভাগে ৯টি, চট্টগ্রাম বিভাগে ৬২টি, বরিশাল বিভাগে ৩২টি ও খুলনা বিভাগে ২৮টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। এ পর্যন্ত গত চার দিনে আওয়ামীলীগের মোট মনোনয়ন বিক্রি হয়েছে ১ হাজার ৭শ ৭৯টি।’

মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সাগুফতা ইয়াসমিন এমিলি, মেহের আফরোজ চুমকি, আখতারুজ্জামান, বাকীবিল্লাহ, আব্দুলওহাব, এনায়েত কবির চঞ্চল প্রমুখ বুধবার মনোনয়র ফরম সংগ্রহ করেছেন।

(দিরিপোর্ট২৪/এইউএ/আইজেকে/এমডি/নভেম্বর ১৩, ২০১৩)