দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। দিন শেষে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্র জানিয়েছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত আছে ৮২টির।

এদিন ডিএসইতে মোট ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬৯৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৩৬ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.০২ পয়েন্ট কমে ৯২৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৬.৮৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

সিএসইতে ৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক