দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণে চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং থোয়া করপোরেশনের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করে।

চুক্তি অনুযায়ী, প্রায় ৬ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আগামী চার বছরে নির্মিত হবে ৪৬০ মিটার দীর্ঘ একটি কনটেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি। বন্দরের এই টার্মিনাল নির্মাণ প্রকল্পটি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে

নৌপরিবহন উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, “২০৩০ সালের শুরু থেকেই মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হবে। এ বন্দর চালু হলে এটি শুধু দেশের নয়, পুরো অঞ্চলের বাণিজ্যিক হাবে পরিণত হবে”।

জাইকার অর্থায়নে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এর নির্মাণকাজ।