দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ২৭-২৮ এপ্রিল পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না।

পাকিস্তান হাইকমিশন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, পারস্পরিক আলোচনার মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।