দ্য রিপোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবারের (৩০ এপ্রিল) ম্যাচে টসের সময় পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েলের চোটের কথা। বলেছিলেন, এই অজি অলরাউন্ডারের আঙুলে চিড় ধরেছে। তখনই তার আইপিএলের বাকি অংশ খেলা নিয়ে সংশয় দেখা দেয়।

 

শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

চলতি আইপিএলে আর দেখা যাবে না পাঞ্জাবের অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে। ডান হাতের আঙুলের চোটে পড়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

ম্যাক্সওয়েলের চোটের কথা বলতে গিয়ে গতকাল টসের সময় আইয়ার জানিয়েছিলেন যে বিকল্প খেলোয়াড় নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তারা নেননি।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের আগে ম্যাক্সওয়েলের চোট নিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন তার স্বদেশী মার্কাস স্টয়নিসও। ম্যাচ সম্প্রচারককে স্টয়নিস বলেন, ‘তার (ম্যাক্সওয়েল) মনে হয়েছিল চোটটা বেশি গুরুতর না। তবে শেষ পর্যন্ত এই চোটটা অনেক বেশিই হয়েছে। সে স্ক্যান করিয়েছে। কিন্তু ফল ভালো আসেনি। এটা ম্যাক্সির জন্য দুর্ভাগ্যজনক। খুব সম্ভবত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে সে।’

স্টয়নিস জানান, গেল ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে অনুশীলনের সময় আঙুল ভেঙে গিয়েছিল ম্যাক্সওয়েল। ওই ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যায়।

ম্যাক্সওয়েলের আগে পাঞ্জাবের কিউই পেসার লকি ফার্গুসনও আইপিএল থেকে ছিটকে যান। তবে পাঞ্জাব কিংস ম্যাক্সওয়েল, ফার্গুসন কারও বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি।

তবে বদলি খেলোয়াড় দলে টানার ইঙ্গিত দিয়ে পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিং বলেন, ‘আমরা এক পর্যায়ে গিয়ে বদলি খেলোয়াড় নেব। ১২ নম্বর ম্যাচ পর্যন্ত সুযোগ থাকছে বদলি খেলোয়াড় নেওয়ার।’