দ্য রিপোর্ট ডেস্ক:  ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত করা হয় পিএসএল। ক্রিকেটারদেরও নিরাপদে পৌঁছে দেওয়া হয় দুবাইতে।

ফিরে আসেন আসরটিতে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও। কিন্তু ফেরার সময় নিজের ও বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা জানান রিশাদ। সেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার।

গতকাল রাতে নিজের ফেসবুকে পেইজে এক পোস্টের মাধ্যমে রিশাদ ক্ষমা চাওয়ার পাশাপাশি জানান, মিডিয়া বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। ’

সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি। ’

মূলত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রতিউত্তরে ভারতেও হামলা চালায় পাকিস্তান। এরইমধ্যে রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানোর আগে ড্রোন হামলা করে ভারত। তখন ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো আসরই স্থগিত করে দেওয়া হয়। আর ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ফেরার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। ’

ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান সেটি বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দুই-তিনজন লোক লেগেছিল। ’

এই বক্তব্যগুলোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তৈরি হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তিই সংশোধন করতে পরিস্কার বিবৃতি দেন রিশাদ।