দ্য রিপোর্ট প্রতিবেদক: হাইকোর্টে রিটের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের এমসিকিউ অংশের পুনরায় ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হবে।

 

পরীক্ষাটি বিকেল ৩টায় শুরু হয়ে পৌনে ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ডিন ড. মাহমুদ ওসমান ইমাম।

পূর্বের ন্যায় ঢাকাসহ মোট ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসা শিক্ষা অনুষদের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এ বছরের ৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল, সেসব ভর্তিচ্ছু কেবল এবার ভর্তিতে অংশ নিতে পারবেন।

এজন্য তাদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তবে নতুন প্রবেশপত্রে রোল অপরিবর্তিত থাকবে।

এ বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় এক হাজার ৫০টি আসনের জন্য ৪০ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী আবেদন করেন।

পরীক্ষার প্রশ্নে একই সেটের প্রশ্নের ক্রমধারায় ভুল এবং ৪টি প্রশ্নের পুনরাবৃত্তিসহ একাধিক অসঙ্গতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যায় থেকে ব্যাখ্যা প্রদান করার কথা থাকলেও কোনো ব্যাখ্যা প্রদান ছাড়াই ফলাফল ঘোষণার প্রস্তুতি নেয় ভর্তি পরীক্ষা কমিটি।

পরে ভর্তিচ্ছু একদল শিক্ষার্থী উচ্চাদালতে রিট করলে এ পরীক্ষায় লিখিত অংশ পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।