দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকেরা। এরই ধারাবাহিকতায় এবার নগর ভবন ছেড়ে মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জমায়েত হন। স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন তারা। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এসময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

নগর ভবনের সড়ক ফাঁকা। সেখানে কোনো নেতাকর্মী দেখা যায়নি। নগর ভবনের ফটকের সামনে অস্থায়ী মঞ্চও তুলে নেওয়া হয়েছে। যে কয়েকজন কর্মী দেখা গেছে, তারাও মৎস্য ভবনের দিকে যাচ্ছেন বলে জানালেন।

সমর্থকেরা বলছেন, ইশরাকের মেয়র পদ নিয়ে রিটের আদেশ ১২টায় হওয়ার কথা। ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

গত মঙ্গলবার (২০ মে) বিকেলে নগর ভবনের সামনে অস্থায়ী মঞ্চ থেকে সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে বুধবার সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেব।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। কিন্তু তাতে জিতে যান আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।

গত বছরের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটলে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট দেয় নির্বাচন কমিশন (ইসি)।