ফের আসিফ মাহমুদ-মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

দ্য রিপোর্ট প্রতিবেদক: ফের অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে সব দায়িত্ব থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বুধবার (২১ মে) রাত পৌনে ৮টায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময়তিনি এই আহ্বান জানান। এর আগে, ফেসবুকে দেওয়া এক পোস্টেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক।
নেতাকর্মীদের উদ্দেশেতিনি বলেন, ‘‘দুই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। শত্রুতা বা বৈরিতা নেই। আমি ওনাদের জন্য সব সময় শুভ কামনা করি। তারা পদত্যাগ করে যেকোনোরাজনৈতিক দলের সদস্য হয়ে রাজনীতি করুক; আপত্তি নেই। কিন্তু, সরকারের ওপর হস্তক্ষেপ আর চলবে না। এটা আমরা হতে দেব না। আমরা সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ চাই।’
ইশরাক বলেন, ‘‘আমরাআদালতে মামলা করেছিলাম, সেই মামলার রায় পেয়েছি। আইন অনুযায়ী, এত দিনে আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু, তারা সেটা দিচ্ছেন না।’’
তিনি বলেন, ‘‘আমি আবারো বলতে চাই, আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা বা কোনো একটি পদের জন্য নয়। আজকের এই লড়াই নির্ধারণ করে দিবে, এই বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে আদৌ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে কি?’’
বিএনপির এই নেতা বলেন, ‘‘আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম। এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, আমাদের জন্যও ভালো; তারা এগিয়ে আসুক। কিন্তু, দল গঠন করার পর সরকারের মধ্যে তাদের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলামযে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে; তা এখন সম্ভব কি না সেটা ভাবনার বিষয়।’’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেধন্যবাদ জানিয়ে ইশরাক বলেন, ‘‘তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজনীতি করতে মাঠে এসেছেন, এটা ইতিবাচক। কিন্তু, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদে থেকে আমরা যাতে নির্বাচনে না আসতে পারি, সরকার গঠন করতে না পারি; সেই চেষ্টা করছেন।’’
তিনি বলেন, “আমার ঘটনা দিয়ে যে বিষয়টি দেখতে পেলাম, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করা হয়েছে। এখনএই সরকারের অধীনেনিরপেক্ষ জাতীয় নির্বাচন আশা করা যায় কি না?” নেতাকর্মীদের উদ্দেশে এই প্রশ্ন রাখলে তাদের কাছ থেকে ‘না,না’ জবাব আসে।
ইশরাক আরো বলেন, ‘‘এখন আমাদের পেছনে ফেরার আর সুযোগ নেই। যত দিন পর্যন্ত আমাদের দাবিগুলো না মানা হবে, তত দিন পর্যন্ত আমরা এখান থেকে যাব না।’’
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০টার পর নগর ভবনের সামনে থেকে এসে তারা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন। রাতে সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন।
এর আগে, গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে, তার শপথ অনুষ্ঠান হয়নি এখনো।
২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের পর গঠিত সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়া হবে