দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

 

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২৭টি কোম্পানির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত আছে ৬৭টির।

এদিন ডিএসইতে মোট ৩২৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৬.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৫৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪০০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৮৪ পয়েন্ট বেড়ে ৮৬৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৪.৫৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৩টি কোম্পানির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ২৮টির।

সিএসইতে ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।