দ্য রিপোর্ট ডেস্ক:  লাহোর কালান্দার্সে বাংলাদেশের তিন জনের মধ্যে কেবল একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। তাও স্রেফ এক ওভার করেছেন এই অলরাউন্ডারন।

ওই ওভারেই নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে আর নামার প্রয়োজন পড়েনি অবশ্য। কারণ, করাচি কিংসের দেওয়া ১৯১ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে যায় লাহোর, জয় পায় ৬ উইকেটে।

পিএসএলের এলিমিনেটরে গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল আগে ব্যাট করে করাচি তোলে ৫ উইকেটে ১৯০ রান। ব্যাট হাতে ঝড় তুলে ডেভিড ওয়ার্নার ঝড় খেলেন ৫২ বলে ৭৫ রানের ইনিংস। খুশদিল শাহের ব্যাট থেকেও আসে ১৪ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস। তবে সাকিবের ওভারে থেমে যায় জেমস ভিন্সের ইনিংস। তাকে স্কয়ার লেগে ক্যাচ তুলে ফিরিয়ে দেন সাকিব।

এদিন লাহোরের সবচেয়ে সফল বোলার ছিলেন হারিস রউফ, ৩৫ রানে তিনি নেন ৩ উইকেট। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন ২ উইকেট, দিয়েছেন ৪৭ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লাহোরের হয়ে দুর্দান্ত শুরু করেন ফখর জামান। ২৮ বলে ৪৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এরপর তিনে নেমে আবদুল্লাহ শাফিক খেলেন ম্যাচের সেরা ৩৫ বলে ৬৫ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৫ ছক্কা ও ৩ চারে।

শ্রীলঙ্কান তারকা কুশল পেরেরা খেলেন ২৪ বলে ৩০ রানের ইনিংস, আর ভানুকা রাজাপক্ষের ব্যাট থেকে আসে ১২ বলে ২৩ রান। এই জয়ে টিকে থাকল লাহোর কালান্দার্সের ফাইনালে যাওয়ার আশা। আগামীকাল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।