বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা মেলা ২০২৫’-এ সম্মাননা পেয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের (এআইবি) নারী উদ্যোক্তা রোজী আহমেদ।
রাজধানীর বাংলা একাডেমিতে গতকাল এ মেলার সমাপনী অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন এআইবির এমডি (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ ও পরিচালক নওশাদ মোস্তফা, এআইবির ডিএমডি মো. ফজলুর রহমান চৌধুরী, ইভিপি একেএম আমজাদ হোসেন ও এসএভিপি এসকে আসাদুল হকসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। উল্লেখ্য, এআইবির বাগেরহাট শাখার উদ্যোক্তা রোজী আহমেদের প্রতিষ্ঠান মেসার্স অর্গানিক প্রডাক্টে কোকো ফাইবার, কাপড় ও তুলা দিয়ে ১৩ ধরনের পাখির বাসা, বিড়ালের ঘর, সফট টয়, পেট টয়সহ নানা সামগ্রী প্রস্তুত করা হয়। জার্মানি, গ্রিস, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি করা হয়।