চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে টেরিয়াইল বাজারে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আবু তাহের (৫৫)। তিনি ভোলার দৌলতখান চরবাচা গ্রামের নুরুজ্জামানের ছেলে।
চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে টেরিয়াইল এলাকায় চার লেনের নতুন রাস্তায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা আবু তাহেরকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/সা/এপ্রিল ৮, ২০১৪)