চট্টগ্রামে এক বাড়িতে ডাকাতি, আটক ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর সওদাগর পাড়ায় সোমবার রাতে আব্দুল হামিদের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হাতে গৃহকর্তা আহত হন।
এ ঘটনার পর গ্রামবাসীর সহায়তায় মোর্শেদ নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পিপিএম জানান, রাত সাড়ে ৯টায় ডাকাতির ঘটনায় একজন আহত হয়েছেন। জনতা এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/সা/এপ্রিল ৮, ২০১৪)