আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের অন্যতম প্রধান শরিয়াহ্-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহিত করতে এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ‘ঈদ-উল-আজহা রেমিট্যান্স ক্যাম্পেইন ২০২৫’-এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
২ জুলাই, বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মো. রাফাত উল্লা খান বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমাদের প্রবাসী ভাই-বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।”
ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মো. আবদুল্লাহ, ফেনী শাখার আমেনা আক্তার সুলতানা, যাত্রাবাড়ী শাখার মো. মাসুকুর রহমান, বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মো. ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মো. কায়সার খান এবং নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মো. আশরাফুল আলম সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন ও মো. ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল ও মো. মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও মীর মোহাম্মদ হাসানুল জাহেদ, ভাইস প্রেসিডেন্ট মো. মমতাজুল হকসহ অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ।