ওয়ালটন ডিজি-টেককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক ওয়ালটন ডিজি-টেককে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই সহযোগিতার লক্ষ্য হলো ওয়ালটনের ওয়ার্কিং ক্যাপিটাল এবং আর্থিক কার্যক্রম আরো সহজ ও সুবিধাজনক করা।
এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ওয়ালটনকে কাস্টমাইজড ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রদান করবে, যার ফলে ওয়ালটন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবে। এটি ‘কর্পনেট’ মেকার মডিউলের মাধ্যমে ম্যানুয়াল ইনপুটের প্রয়োজনীয়তা দূর করবে, যা মানুষের দ্বারা সংঘটিত ভুল-ত্রুটি হ্রাস করে নিরাপদ ও রিয়েল-টাইম ডেটা ট্রান্সফার নিশ্চিত করবে।
ওয়ালটন রিয়েল-টাইমে অ্যাকাউন্টের অবস্থা পর্ববেক্ষণ করতে পারবে, যা প্রতিষ্ঠানটির দ্রুত আর্থিক সিদ্ধান্ত, অটোমেটেড রিকনসিলিয়েশন এবং ট্রানজ্যাকশন প্রসেসিং থেকে পণ্য সরবরাহ পর্যন্ত উন্নত পরিচালনগত দক্ষতা নিশ্চিত করবে।
২৫ জুন ২০২৫ ওয়ালটনের কর্পোরেট অফিসে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি কর্পোরেট ক্লায়েন্টদের ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদা পূরণে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।