সতীর্থ জোটার মৃত্যুতে রোনালদোর আবেগঘন বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক: ফুটবল মাঠে একসঙ্গে যাদের দৌড়, জয়, উদযাপন আর ট্রফি ভাগাভাগির সম্পর্ক একদিন সেই পথেই এসে থামে দুঃখের সীমানা। এবার সেই করুণ বিদায়ের সাক্ষী হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিয়েগো জোটার হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। লিখেছেন এক হৃদয়বিদারক বার্তা। যেখানে কেবল একজন সতীর্থের চলে যাওয়া নয়, হারিয়ে গেছে সম্পর্ক, স্মৃতি আর জীবনের এক অধ্যায়।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) স্পেনের জামোরা প্রদেশে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই নিভে যায় দুটি প্রতিভাময় জীবন।
জোটা মাত্র ২৮ বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। যেখানে ঠিক দুই সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে। তাদের তিনটি সন্তান এখন অনাথ, স্ত্রী নিঃস্ব আর ফুটবল ভুবন শোকাচ্ছন্ন।
এই ঘটনায় নিজের সামাজিক মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো লেখেন, “সবকিছু যেন অবিশ্বাস্য। এইতো সেদিন আমরা একসাথে জাতীয় দলে খেলেছি, আর এখন তোমার শোকবার্তা লিখছি! তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের জন্য আমি দোয়া করি। তুমি তাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো, শান্তিতে ঘুমাও আন্দ্রে। তোমাদের আমরা ভীষণ মিস করব।”
রোনালদোর পাশাপাশি শোক প্রকাশ করেছেন জোটার আরেক জাতীয় দলসঙ্গী রুবেন নেভেস। তার কথায়, “তারা বলে তুমি তখনই হারাও, যখন মানুষ তোমাকে ভুলে যায়। আমি তোমাকে ভুলবো না, দিয়েগো।”
২০১৯ সাল থেকে জাতীয় দলে একসঙ্গে খেলা জোটা ও রোনালদো ছিলেন মাঠের আক্রমণভাগের প্রধান অস্ত্র। উয়েফা নেশন্স লিগ জয় হোক বা প্রীতি ম্যাচের গোল উৎসব; জোটা ছিলেন সেই সব মুহূর্তের নীরব নায়ক। ক্লাব পর্যায়ে লিভারপুলের জার্সিতে তিনি জয় করেছেন প্রিমিয়ার লিগসহ নানা শিরোপা।
আজ সেই প্রাণচঞ্চল স্ট্রাইকার নেই। মাঠের গ্যালারিতে যিনি উদযাপনের সুর তুলতেন, আজ তার জন্য ফুটবলবিশ্ব নীরব। স্মৃতির পাতা জুড়ে থেকে যাবেন দিয়েগো জোটা; একজন ফুটবলার, একজন বাবা, একজন সতীর্থ, আর হাজারো হৃদয়ের ভালোবাসা।